পাকিস্তানি হজযাত্রীদের বহনকারী একটি বাস ইরানের ইয়াজদে উল্টে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।
বুধবার (২১ আগস্ট) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
ইরানি মিডিয়া জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) রাতে ইয়াজদের তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে পাকিস্তানি হজযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।