মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপার পৃর্ব মাদলা গ্রামের শরিফ বিশ্বাসের ছেলে সাহাদ (১) নামের এক শিশু বাড়ির পিছনে ডোবার মধ্যে পড়ে পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। পারিবারিক সুত্রে জানা গেছে সন্ধ্যায় ছেলে কে না পেয়ে সবাই খুঁজতে থাকে। পরে পাশের একটা ডোবার মধ্যে থেকে শিশুর লাশ উদ্ধার করে। এ ব্যাপারে হাকিমপুর ইউনিয়নের ইউপি সদস্য খিলাফত হোসেন জানান পৃর্বমাদলা গ্রামে পানিতে ডুবে একটি শিশু মারা গেছে বলে আমি শুনেছি।