ভোলা- ২ (দৌলতখান - বোরহানউদ্দিন) এলাকার বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম আগামীকাল বুধবার দৌলতখানে আসছেন। দৌলতখানে তার আগমনকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র চলছে সাজ সাজ রব। নেয়া হয়েছে দলীয় ভাবে ব্যাপক প্রস্তুতি। দলীয় ভাবে মাঠে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। হাফিজ ইব্রাহিমের আগমন সফল করতে উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে দফায় দফায় বৈঠক চলছে। প্রায় দেড় যুগ পর দৌলতখানে হাফিজ ইব্রাহিমের আগমনের
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের আগমনের সংবাদে দৌলতখানের সর্বত্র পাড়া মহল্লায় দলীয় নেতা কর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। পুরো উপজেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উৎসাহ উদ্দীপনার যেন শেষ নেই। দৌলতখান - বাংলাবাজার সড়কে ও দৌলতখান পৌর শহরের বিভিন্ন স্থানে তাকে বরণ করতে রকমারি তোরণ নির্মাণ করা হচ্ছে। দলীয় সূত্রে জানাযায়, হাফিজ ইব্রাহিম বুধবার সকালে ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলা ইলিশা ঘাটে এসে পৌছবেন। সেখানে অপেক্ষাকৃত দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচছায় বরণ করবেন। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের বহরে হাফিজ ইব্রাহিম দৌলতখানে আসবেন। দৌলতখানে আসার পথে তিনি ঘুইঙ্গার হাট, বাংলাবাজার, মিয়ার হাটে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। দৌলতখানে এসে উত্তর বাজার মার্কাজ মসজিদের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে ছাত্র জনতা, আওয়ামী দুঃশাসনে নির্যাতিত বঞ্চিত নেতাকর্মী ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তির সমাজ প্রতিষ্ঠায় সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। পরে তিনি বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।