দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় হিলি চারমাথা মোড় থেকে একটি র্যালি বের হয়ে হিলি স্থলবন্দর এলাকার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে মিলিত হয়।
এরপর সেখানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস হোসেন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র শাখাওয়াত হোসেন শিল্পী,পৌর বিএনপির সভাপতি ফরিদ খান,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হোসেন,ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।