বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উত্তর বাজারে স্বেচ্ছাসেবক দল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার কাপুরিয়া পট্টি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিতে ও সদস্য সচিব রাকিব তালুকদারের সঞ্চালনায়।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ ইমরান ফারুক, যুগ্ন আহ্বায়ক বদরুদ্দোজা, মিয়া গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত হোসেন, যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলা হোসেন মইন, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্ববায়ক মোঃ আব্দুল্লাহ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।