চট্টগ্রামের হাটহাজারীর কারানির্যাতিত, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেনকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যারের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত সোমবার বিকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুহুরীহাট বাজারে বিএনপি যুবদল ছাত্রদলের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
হাটহাজারী উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি নূরুল আবছার আনসারীর সভাপতিত্বে ও মির্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা তালেব মেম্বার, সৈয়দ রমঞ্জুর ইসলাম বাবুল,
লোকছান, যীশু বড়ুয়া, রিজওয়ান, জহুরুল আলম, আইয়ুব, বেলাল সরদার, গিয়াস উদ্দিন কোম্পানি, জাহাঙ্গীর আলম, আরফাত, বাপ্পু জাহেদসহ মির্জাপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা কোন কারণ দর্শন ছাড়া মির্জাপুর ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা পদ থেকে জাকির হোসেনকে বহিষ্কার করার,তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন জাকির মেম্বার বিএনপি করার অপরাধ বারবার কারানির্যাতন ভোগ করেছে। তার ব্যাক্তিগত ইমেজ এর কারণে তিনি ২য় বার ইউ পি সদস্য নির্বাচিত হয়। তাছাড়া নির্বাচিত ইউ পি সদস্যদের প্রত্যক্ষভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। দলের দুঃ সময়ে তিনি দলকে সুসংগঠিত করতে কাজ করতে গিয়ে বিগত সরকারের রোষানল পড়ে কারাগারে গিয়েছিলেন। তাছাড়া কোন নেতা বা কর্মীকে দল থেকে বহিষ্কার করার পূর্বে নিয়মানুসারে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার রেওয়াজ আছে। কিন্তু তাকে কোন কারণ দর্শানোর নোটিশ, কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে হঠাৎ করে বহিষ্কার করা অগনতান্ত্রিক বলে মন্তব্য করে অভিলম্বে কারানির্যাতিত জাকির হোসেন মেম্বারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়।