বাংলাদেশের যুবসমাজের একটা বিরাট অংশ মাদকের করালগ্রাসে নিমজ্জিত। দেড় যুগ আগেও অপিয়াম, কোকেন, এলএসডি, ব্রাউনি, আইস, এমডিএমএ-এই মাদক দেশের মানুষের কাছে অনেকটা অচেনা ছিল। আর এখন এই নামগুলো মাদকসেবীদের মুখে মুখে। দেশের বহুল প্রচলিত গাঁজা, মদ, ইয়াবা, ইনজেকটিং ড্রাগের সেবনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধির সঙ্গে নতুন মাদকের সংখ্যাও ক্রমেই বাড়ছে। জীনবঘাতী এসব নেশায় পুরুষের পাশাপাশি নারী-শিশুদের আসক্তিও বেড়েই চলছে। এক সময়ের শহরের মাদক এখন প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়েছে। বর্তমানে দেশে মাদকসেবনকারীর সংখ্যা ২ কোটির মতো। এর মধ্যে দেড় কোটি নিয়মিত এবং ৫০ লাখ অনিয়মিত। মাদকসেবনকারীরা গড়ে প্রতিদিন অন্তত ২০ কোটি টাকার মাদকসেবন করে, যা প্রতিবছরই বাড়ছে। এ ছাড়া মাদক লেনদেনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। কেনাবেচায় ডার্ক ওয়েব ও বিটকয়েনের ব্যবহারও হচ্ছে। পরিতাপের বিষয়, পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটলেও মাদক নির্মূলে কার্যকর কোনো উদ্যোগ নেই। সারা দেশের আদালতগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৌনে ৫ লাখ মামলা বিচারাধীন। একাধিকবার আইন সংশোধন করেও মাদক মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানো যায়নি। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন ছিলো মাদকের ৪ লাখ ৭৫ হাজার ২৮১টি মামলা। এর মধ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে ৭৮ হাজার ২৬৫টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও পাঁচ বছরে আদালতগুলোতে মাদকের বিচারাধীন ৩ লাখ ১৯ হাজার ৪১৫টি মামলা বেড়েছে। মামলাগুলো দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় আসামিরা বেরিয়ে আবারও জড়াচ্ছে একই কারবারে। ফলে মাদক নিয়ে ধরা পড়লে বিচার হবে, তাদের মধ্যে এ ভয়টা থাকছে না। ফলে একদিকে মাদকদ্রব্য ব্যবহারের প্রবণতা বেড়েছে, অন্যদিকে বিচারে বিলম্ব হচ্ছে। তবে সূত্র জানায়, মাদক মামলা দীর্ঘদিন ঝুলে থাকার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ সাক্ষী হাজির করতে না পারা। মামলা করার বিষয়ে পুলিশ বা বাদীপক্ষ অনেক বেশি উৎসাহী থাকেন। তবে সাক্ষী হাজির করে দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে তাদের সেই উৎসাহ থাকে না। ফলে বছরের পর বছর ধরে ঝুলতে থাকে মামলা। ফলে মাদক নিয়ন্ত্রণে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া জরুরি। একই সঙ্গে বিচারের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির নিশ্চিতের মাধ্যমে নজির সৃষ্টি করা প্রয়োজন। যাতে অপরাধীরা এ ধরনের অপরাধ পুনরায় করতে সাহস না পায়।