 
		
	পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝির সভাপতিত্বে ও এস. এম. রিয়াজুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, পিরোজপুর জেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মো. রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপি, মো. হিরুয়ার রহমান মোল্লা, সম্মানিত সদস্য নাজিরপুর উপজেলা বিএনপি, মো. জহিরুল ইসলাম বাদল যুগ্ম আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপি, যুগ্ম আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপির মো. আলমগীর হোসেন খান প্রমুখ। এ সময় আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং হত্যার দ্রুত বিচার এর দাবি জানানো হয়।