খুলনায় সাংবাদিক আজিমকে মোবাইলে অপহরণ ও প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে হুমকিদাতারা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক আজিম চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ফলে অতিসত্বর হুমকিদাতা সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেপ্তার পূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খুলনা ও রূপসার কর্মরত সাংবাদিকরা।
জানা গেছে, গত ১৩ আগস্ট দৈনিক প্রবাহে ‘রূপসায় ইউপি চেয়ারম্যান-সাংবাদিক কেউ রেহাই পায়নি : জবাই করে হত্যাসহ বাড়িতে বাড়িতে ও বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, আতঙ্কে সাধারণ মানুষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদের জের ধরে ১৭ আগস্ট বিকেল ৫টা ৩৩ মিনিটে মামুন পরিচয়ে ০১৮৯০-০৩৯৭৮৪ নম্বর থেকে সাংবাদিক এম এ আজিমের ০১৭১২-৬৮০৬৮৫ নম্বরে ফোন করে ওই নিউজ কেন করা হয়েছে-তার কৈফিয়ত চায় এবং হুমকিমূলক কথাবার্তা বলে। এর মাত্র ৫৫ মিনিট পর সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ০০৪০০২৮৫৪৭ এই নম্বর থেকে মিরাজ পরিচয়ে ফোন করে নিউজ করার জন্য সরাসরি হত্যার হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনকি পুলিশ ও সেনা বাহিনীর আশ্রয় নেওয়ার কথা বললেও বাহিনীর নাম উল্লেখ করেও গালিগালাজ করে সন্ত্রাসীরা। একপর্যায়ে শিববাড়ী পুলিশ বক্সের সামনে থাকতে বলে সেখান থেকে তুলে নিয়ে যাবে বলেও হুমকি দেয়। এর মাত্র ২২ মিনিট পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আবারও ০১৭১৪-৩৫৩৭৫৩ এই নম্বর থেকে কামরান পরিচয়ে ফোন করে তাকে একইভাবে হুমকি দেয়। এতে তিনি চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। মিরাজ নামক ব্যক্তিই বিভিন্ন পরিচয়ে নিজে এবং সন্ত্রাসী দিয়ে এই হুমকি দিয়েছেন বলেও ধারণা করছেন সাংবাদিক আজিম।
এ ঘটনায় ১৭ আগস্ট রাতে সাংবাদিক আজিম সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়রি করাসহ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এখনো পর্যন্ত হুমকিটা তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে সাংবাদিক মহলে তীব্র খুব বিরাজ করছে।