রংপুরে পিচরেট ঐক্য পরিষদ রংপুর ও রাজশাহী বিভাগ নেসকো (পিএলসি)র আয়োজনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো (পিএলসি) এমডি মহাদয় কতৃক পিচরেট মিটির পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের বাস্তবায়ন না হওয়ায় এবং বেতন বৈষম্য দুরিকরন ও চাকুরী স্থায়ী করনের দাবিতে মানববন্ধন করেন সকল কর্মচারীগণ। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে পিচরেট ঐক্য পরিষদ রংপুরের সভাপতি আবদুর রাজ্জাক সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ কর্মচারী মকসুদুল আলম, মোঃ লেলিন, আলাউদ্দিন, শহিদুল ইসলাম, শীতল চন্দ্র, আনিছুর জাসান মিলন, জিকরুল, রোমান ইসলাম, তাহের, মুকুল, তরিকুল ইসলাম, আবদুল কাদের, মাসুম বিল্লাহ, সাদ্দাম, কামরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তবা বলেন, এমডি মহাদয় কতৃক কর্মচারীদের চাকুরী স্থায়ীকণের প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা বাস্তবায়ন করে নাই। তাই অবিলম্বে কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। তা না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।