বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সকল শহীদের স্মরনে ইসলামি আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় চালনা ডাকবাংলা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে সংগঠনের উপজেলা আহ্বায়ক মাওলানা ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে এবং সদস্য সচীব মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামি আন্দোলন বাংলাদেশ’র খুলনা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এদেশের দ্বিতীয় স্বাধীনতা বৃথা যেতে দেওয়া হবেনা। তিনি ঘুষ দূর্ণীতিমুক্ত মানুষের মৌলিক অধিকার ও নিরাপদ বসবাসের নিশ্চয়তা বিধানে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের জেলা সহসভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, খুলনা-১ আসনের দলীয় প্রার্থী মাওলানা আবু সাইদ, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ গালিব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্যা, সেক্রেটারী মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারী মুহাম্মদ রেজাউল করিম।
বক্তৃতা করেন দাকোপ উপজেলানেতা মাওলানা আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম, মাওলানা তাবারক হুসাইন, জাহিদুল ইসলাম, হাফেজ আবদুল কাদের, আলহাজ্ব আবু দাউদ, হাফেজ ওসমান কারিম, মুফতি ফেরদাউস গাজী, মাওলানা আল মামুন, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাহ, আলহাজ্ব মামুন, মাওলানা খালিদ হোসাইন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুর সবুর, মাওলানা জিয়াউল হক, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মামুনুর রশিদ, আবু ইউসুফ গাজী, মুফতি মানসুরুল হক, শ্রমিকনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মদ ফজলুল করিম, আরাফাত জামিল মুরসালিন, ইব্রাহিম খলিল প্রমুখ।