গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত নেতা হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান এ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর মিয়া, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ সালাউদ্দিন আইয়ুবী, তরগাওঁ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বদরুজ্জামান ব্যাপারী, সাধারণ সম্পাদক সোহাগ ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। সেই সকল সমস্যার সমাধানের ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আলোচনা করা হয়। চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ডাক্তারের সংকট, পরিচ্ছন্নতার কর্মী সংকট, খাবারের মান বাড়ানো, জরুরী রোগী আনা নেয়ায় অ্যাম্বুলেন্স সুবিধার মান বাড়ানোসহ নানাবিধ সমস্যার কথা আলোচনা করা হয়েছে।
সভায় প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়া বাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বিগত স্বৈরাচারী সরকার সকল সরকারী প্রতিষ্ঠানে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। অনিয়ম দুর্নীতির কারণে অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হয়ে গেছে। গণতান্ত্রিক সরকার গঠন করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ায় ভুমিকা রাখতে হবে। সবাইকে দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। এখন আর ধারাবাহিক বাংলাদেশ নাই। ছাত্র জনতার আন্দোলনে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। তবেই ছাত্র জনতার আন্দোলন স্বার্থক হবে।