খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সামাদ গাজীকে একদল বিক্ষিপ্ত জনতা জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তবে পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মর্মে উল্লেখ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অপরদিকে চেয়ারম্যান আবদুস সামাদ গাজী ফেসবুকে তার টাইমলাইনে জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়ে একটি লেখা শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়,বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সামাদ গাজী ইউনিয়ন পরিষদের কার্যলয়ে তার অফিস রুমের একটি চেয়ারে বসে আসেন।এবং একদল বিক্ষিপ্ত জনতা তার চারিপাশে অবস্হান করছেন।বিক্ষিপ্ত জনতা চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছেন,আপনি এখানে পদত্যাগ করবেন।না টিএনও অফিসে পদত্যাগ করবেন।এসময় চেয়ারম্যান বলেন আমি টিএনও'র কাছে না শুনে কিভাবে পদত্যাগ করি।আমাকে একটু সময় দাও।এসময় বিক্ষিপ্ত জনতা জোরেশোরে বলতে থাকেন আপনি যে সময় ভোট করেছিলেন সে সময় কি টিএনও'র কাছে শুনে ছিলেন।এখন কিছু বুঝতে পারছেন না।পদত্যাগ করেন, সহজে যা হয় তাই করেন। নৌকা নিয়ে ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন।জনগণের কাছ থেকে টাকার বিনিময়ে পানির ট্যাংক বিতারণ করেছেন। তখন কিছুই বুঝেন নাই।তারপর চেয়ারম্যান আবদুস সামাদকে একটি সাদা কাগজে স্বাক্ষর করতে দেখা গেছে এবং বলতে শুনা গেছে তোমরা পদত্যাগের বিষয়ে লিখে নিও। সাদা কাগজে স্বাক্ষরের পর চেয়ারম্যান আবদুস সামাদ গাজী তার ফেসবুক টাইমলাইনে একটি লেখা শেয়ার করেন। বাগালী ইউনিয়নের ইউপি সচিব ইকবল হোসেন বলেন,সকালে আমরা দাপ্তরিক কাজ করছিলাম।এমন সময় শতাধিক বিক্ষিপ্ত জনতা চেয়ারম্যানকে ঘিরে ধরে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর করে নিয়ে গেছে।
বাগালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সামাদ গাজী বলেন,আমি সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদে যেয়ে জন্ম নিবন্ধন ও ওয়েশকাম সার্টিফিকেটে স্বাক্ষরের কাজ করছিলাম।১১ টার দিকে শতাধিক লোক এসে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নেন। বিষয়টি নিয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট থেকে সরাসরি পদত্যাগপত্র পাইনি। যে কোন মাধ্যমে আমার কাছে পদত্যাগের কপি পাঠানো হয়েছে। চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।