ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম নিজ বেতনের বেসিকের ৩৫ শতাংশ আবাসিক ভাতা পেয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দীর্ঘদিন ধরে পৌরসভার তিন তলা বিশিষ্ট কার্যালয়ে তৃতীয় তলার ৩০৮ নং অফিস কক্ষটি দখল করে আবাসিক ভাবে বসবাস করছেন। তিনি ২০১৮ সালের এপ্রিল মাসে কালীগঞ্জ পৌরসভায় যোগদানের পর থেকে এই কর্মকর্তা তৃতীয়তলার একটি কক্ষ দখল করে বিলাসবহুল ভাবে বসবাস শুরু করেন। তার নিজ জেলা নড়াইল থেকে প্রতি রোববার অফিসে যোগদান করে বুধবার পর্যন্ত রাত্রি যাপন করে বৃহস্পতিবার অফিস শেষ করে তিনি বাড়ি ফেরেন। তিনি নড়াইলে এক আসনের সাবেক এমপি কবিরুল হকের ভাগ্নে। পৌরসভা কার্যালযে রাত্রি যাপন করা ৩০৮ নং কক্ষটি পৌর নির্বাহী কর্মকর্তা নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন। লাগিয়েছেন ১ টনের একটি এসি, রয়েছে ফ্রিজ,বড় এলইডি টিভি এবং আইপিএসসহ বসবাসের জন্য প্রয়োজনীয় সব আধুনিক তৈজসপত্র।
এদিকে তৃতীয় তলায় পৌরনির্বাহী কর্মকর্তার সাথেই পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী ৩০২ নং অফিস কক্ষটি দখল করে আবাসিক ভাবে বসবাস করছেন। তিনি তার বেসিক বেতনের ৪৫ শতাংশ আবাসিক ভাতা পান। মেহেরপুর জেলার বাসিন্দা এই জুলফিকার আলী ২০২১ সালের ডিসেম্বর মাসে কালীগঞ্জ পৌরসভায় যোগদান করেন। যোগদানের কিছুদিন পর থেকেই তিনি ওই কক্ষটি দখল করে বসবাস করে যাচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম ৩০৮ এ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা ৩০২ নং কক্ষে বসবাস করছেন। পৌরসভার একজন কর্মকর্তা জানান, প্রশাসনিক প্রধান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় পৌরসভা কার্যালয়ে রাত্রি যাপন করেন। ইতঃপূর্বে মাঝে মধ্যে তার সহধর্মীকেও আমরা থাকতে দেখেছি। জানামতে এই ধরনের প্রতিষ্ঠানের আবাসিক ভাবে থাকার কোনো নিয়ম নেই। তাছাড়া আমরা সবাই যারা চাকরি করি সকলেই বাসা ভাড়ার জন্য ভাতা পায়। ওনারাও আবাসিক ভাতা পান। তবুও বাইরে না থেকে কার্যালয়ের দুইটি কক্ষ দখল করে ফ্রি থাকছেন। রাত্রে বসবাস করা এবং এসি, ফ্রীজ চলার কারণে পৌরসভার অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। একদিকে এই দুই কর্মকর্তার বিলাস বহুল রাত্রি যাপনে তাদের কোন খরচ হচ্ছে না, কিন্তু অন্যদিকে পৌরসভার রাজস্ব খাতের অর্থ অতিরিক্ত বিদ্যুৎ বিল হিসেবে ব্যায় হচ্ছে।শুধু তাই না পৌরসভা একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে হলেও তাদের নিয়ম বহির্ভূত ভাবে বসবাসের কারণে সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশ্ন থেকে যায়। তাছাড়া আমরা শুনেছি পৌর নির্বাহী কর্মকর্তা বৃত্তশালী একজন মানুষ। তার নিজ এলাকা নড়াইল ছাড়াও খুলনাতে রয়েছে তার বাড়ি এবং জমি। কালীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জুলফিকার আলীর সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, আমি অসুস্থ থাকায় জার্নিতে বেশ ধকল পোহাতে হয়। এ কারণেই অফিসের ওপর একটি কক্ষে মাঝে মধ্যে কোন রকম থাকি। নিয়ম বহির্ভূত ভাবে কার্যালয়ে আবাসিক বসবাসের ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমের সাথে কথা হলে তিনি এই জানান,পৌরসভা কার্যালয়ের তৃতীয় প্রায় বসবাসে অনুপযুক্ত। সেখানে অফিসিয়াল কোনো কার্যক্রম পরিচালিত হয়না। এ কারণেই ৩০৮ নং কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে কোন রকমে কর্মদিবসের দিন গুলো রাতে থাকি। এ সময় তিনি ওই কক্ষে লাগানো এসি (শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র) টি তার নিজের টাকায় কেনা বলে দাবি করেন। এভাবে নিজ কাযালয়ের উপরে আবাসিক ভাবে বসবাসের কোন বিধান আছে কিনা এমন প্রশ্নের কোনো সদ্দুত্তর তিনি দিতে পারেননি।