কোম্পানীগঞ্জে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় টানা বর্ষণে পানিবন্ধি ৬০হাজার মানুষ। উপজেলার উপকুলীয় অঞ্চলে চরএলাহী ইউনিয়ন, চরফকিরা ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন, চরহাজারী ইউনিয়ন, চরপার্বতী ইউনিয়ন, রামপুর ইউনিয়নে অধিকাংশ ওয়ার্ডে ৫-৬ফুট করে পানির নিচে। এতে করে মৎস খামার, গুরুর খামার ও প্লোট্রি ফার্মসহ ২শতাধিক খামার বাড়ি ৫-৬ফুট পানি নিচে তলিয়ে গেছে। এতে করে এ সমস্ত খামার বাড়ির মালিকেরা লক্ষ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাগুলোর মধ্যে অধিক ক্ষতিগ্রস্থ চরবালুয়া, গুচ্ছগুাম, দক্ষিণ চরএলাহী, চর মওদুদ, চরগাজী মিজান, চর আমজাদ, চর রমজান ও গাংচিল গ্রাম। বর্তমানে ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা আত্মগোপনে থাকায় সাধারণ মানুষ খুবই ক্ষতিগ্রস্থ হচ্ছে। চরএলাহী কৃষক বাশার মিয়ার জানান, আমাদের এলাকার হাজার হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে এ বছরে আমাদের আমন ধানের ফলন কিছুই পাব না। অপরদিকে বসুরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ব্যাপক জলাবন্ধতা সৃষ্টি হয়েছে।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পাটওয়ারী জানান, আমি দক্ষিণাঞ্চলের চরএলাহী ইউনিয়নের অধিকাংশ এলাকা সফর করে এসেছি। তাদের ক্ষয়-ক্ষতির সম্পর্কে আমি অবগত আছি। আগামীকাল বুধবার থেকে ক্ষতিগ্রস্থ ও পানিবন্ধি মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।