গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে সাবেক এমপি মতিয়ুর রহমান টুকু স্মৃতি সংসদ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক উজ্জ্বল সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম বাদলের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মইন প্রধান লাবু, যুগ্ন আহ্বায়ক মোস্তাক আহম্মেদ মিলন, জাহাঙ্গীর কবির মিঠু, বিএনপি নেতা জসিউল করিম পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, আনিছুর রহমান, মৌসুমি আকতার মিষ্টি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ টিটু, সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, সাইদ ইকবাল ছাইফুল সহ প্রমুখ নেতৃবৃন্দ।