নীলফামারীর সৈয়দপুরে জীবননাশের হুমকী দেয়ায় বিচার চেয়ে মানববন্ধন করেছে গোলাহাট অবাঙ্গালি ক্যাম্পের বাসিন্দারা।
২০ আগস্ট সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গোলাহাট ২নং ক্যাম্পের সভাপতি হামিদা বেগম। এ সময় বক্তব্য বলেন মহিলা দলনেত্রী রূপা বেগম, ভুক্তভোগি সোনিয়া বেগম ইকবাল হোসেন,মোঃ জীবন, সাগর আলী,সালমা বেগমসহ অনেকে।
তারা বলেন, একই এলাকার বাসিন্দা মোরশেদ, আকাশ, হৃদয়, সোহাগ, জোসনা, বালিয়াসহ তাদের পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পবাসী। গত কয়েকদিন আগে একটু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা পুরো এলাকায় দোকান ভাঙ্গচুর ও মহিলাদের মারপিট করে। প্রতিবাদ করলে পুরো ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হবে এমন হুমকি দেয় হয়। অবিলম্বে দোষিদের গ্রেপ্তার এবং গোলাহাট থেকে ওই পরিবারের উচ্ছেদ চাই।
তাঁরা আরও বলেন, কিছু হলেই ক্যাম্পে আগুনের হুমকি, অবাঙ্গালিদের দোষারোপ এটা আর মানা যায় না। আমরা দেশের নাগরিক। কেনো আমরা আতঙ্কে থাকবো। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যদি তাঁদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ২২টি ক্যাম্প ও পুরো গোলাহাট এক হয়ে বড় আন্দোলনে যেতে বাধ্য হব বলে হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে ক্যাম্পে আগুন লাগানোর হুমকি দেওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, অভিযোগ পেয়েছি আমরা আইনত ব্যবস্থা নিবো। দোষিরা কেউ ছাড় পাবে না।