বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরাপড়া ৭ মণ ওজনের চারটি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করেছে পাথরঘাটা বন বিভাগ।
মঙ্গলবার (২০আগস্ট) সকাল নয়টার দিকে পাথরঘাটা বিএডিসি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ গুলো জব্দ করা হয়েছে। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে এর সাথে জড়িতজেলেরা পালিয়ে যায়।
জানাযায়, বণ্য প্রাণি সংরক্ষণ আইনে শাপলা পাতা মাছ ধরা, বিক্রি এবং মজুদ করা সম্পুর্ণ নিষিদ্ধ। বাজারে এর প্রতি কেজি শাপলা পাতা মাছ বিক্রি হয় ৩৫০ টাকায়। জব্দ কৃত ৭ মণ মাছের দাম প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা।
বনবিভাগের মামলা পরিচালনাকারী বিট কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বঙ্গোপসাগর থেকে শিকার করে আনা নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করা হচ্ছে। খবর পেয়ে বিএফডিসি মৎস্য অবতরন কেন্দ্র গিয়ে শাপলা পাতা জব্দ করা হয়। এ সময় এর সাথে জড়িতরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয় কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে জানানোহলে তারা ঘটনাস্থলে এসে মাছগুলোকে কেরাসিন দিয়ে মাটি চাপা দেয়ার নির্দেশনা দেন। তাঁদের নির্দেশনা অনুযায়ী কেরাসিন দিয়ে মাছগুলি মাটি চাপা দেয়া হয়েছে।