শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাঁচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল কাইউম এবং সহকারী প্রক্টর ড. মাহফুজ আলম।
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের মধ্যে মঙ্গলবার দুপুরে তারা রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে সই করতে বাধ্য হয়েছেন। তবে পদত্যাগপত্রে ভিসি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছেন প্রক্টর ও সহকারী প্রক্টর।
এর আগে সোমবার উপাঁচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সমাবেশে ২৪ ঘন্টার মধ্যে তাদের পদত্যাগ করার আল্টিমেটাম দেয়া হয়। যদিও তার আগেরদিন সব শিক্ষার্থীদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছিলেন উপাঁচার্য ও প্রক্টর।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি, প্রক্টর ও তাদের কতিপয় সহযোগি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেছেন। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ থাকলেও সব সময় তারা আওয়ামী লীগ সরকারের তাবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। প্রক্টর ড. মোঃ আবদুল কাইউম সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষার্থীরা চেয়েছেন আমি যেন পদত্যাগ করি। তাই তাদের দাবি অনুসারে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অপরদিকে পদত্যাগপত্রে উপাঁচার্য উল্লেখ করেছেন, ব্যক্তিগত এবং পারিবারিক কারণে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাঁচার্য পদ থেকে পদত্যাগ করছি।
ববি’র রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেন, ভিসি ও প্রক্টরসহ প্রক্টোরিয়াল বডির ছয়জন সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন। এর আগে গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে উপাঁচার্য হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
পক্ষে-বিপক্ষে অবস্থান ॥ ববি’র উপাঁচার্যর পদত্যাগের পক্ষে ও বিপক্ষে মঙ্গলবার বিপরীতমুখী অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ববির নিচ তলায় একদল শিক্ষার্থী উপাঁচার্যের পদত্যাগের পক্ষে এবং আরেক দল শিক্ষার্থী বিপক্ষে অবস্থান নেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা উপাঁচার্যের পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে উভয় পক্ষই শ্লোগান দিতে শুরু করেন।