বদলী করা হয়েছে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্লাস্টিক সার্জারী ইউনিটের একমাত্র চিকিৎসক ডাঃ মোঃ মারুফুল ইসলামকে। তিনি এই ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাকে বদলী করে ঢাকার ন্যাশনাল ইনিস্টিটিটউট অব বার্ন এ- প্লাস্টিক সার্জারীর যুগ্ম পরিচালক করা হয়েছে।
শেবাচিম হাসপাতালের বার্ন ও প্লাস্টিক বিভাগের একমাত্র চিকিৎসককে বদলী করায় ইউটিনটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পুরো বরিশাল বিভাগে বার্ন ও প্লাসিক সার্জারীর আর কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদেরকে আবার ঢাকায় ছুটতে হবে। মঙ্গলবার সকালে বদলীর বিষয়টি স্বীকার করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, তিনি (মারুফুল) শুধু এই হাসপাতাল নয়; পুরো বরিশাল বিভাগে বার্নের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। তিনি চলে যাওয়ার ফলে চিকিৎসকের অভাবে হাসপালের বার্ন ইউনিটটি বন্ধ হয়ে যাবে।
সূত্রমতে, শেবাচিমের বার্ন ইউনিট ৩০ বেডের হলেও এখানে সব সময় এক থেকে দেড়শ’ রোগী ভর্তি থাকেন। বরিশাল বিভাগ ছাড়াও অন্য ২/৩ টি জেলা থেকে এ হাসপাতালে বার্ন রোগী আসে। সূত্রে আরও জানা গেছে, ২০২১ সালে ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহি এমভি অভিযান লঞ্চে আগুন লাগার পর জরুরী ভিত্তিতে পুড়ে যাওয়া যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে ডাঃ মোঃ মারুফুল ইসলামকে বরিশালে বদলী করে আনা হয়েছিলো। এরমধ্যে সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে তাকে বদলী করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।