জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫ তম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দিনব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসব কর্মসূচির মধ্যে ছিল - পৌরসভার আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর্যারী,মূলবাড়ী গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আজিম
উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম, সাবেক পৌর মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সদস্য রহুল আমিন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সহ মৎস ও প্রানী বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সহ সভাপতি খোরশেদ আলম চয়ন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল আলিম সবুজসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।