নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯ আগস্ট এ উপলক্ষে আয়োজন ছিল র্যালি,আলোচনা সভা ও কেক কাটা। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে ওই সকল আয়োজন করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এরশাদ হোসেন পাপ্পু।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল গফুর সরকার। বিশেষ অতিথি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাড. এস এম ওবায়দুর রহমান। এছাড়াও বক্তব্য বলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এক আনোয়ার হোসেন প্রামানিকসহ অনেকে। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন।