বিএনপির স্থায়ী কমিটিতে প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে সদস্য মনোনীত করায় ময়মনসিংহের গফরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। এ সময় তারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গত সোমবার বিকেলে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা'র নির্দেশে এই আনন্দ মিছিল বের করা হয়।
জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার যুগ্ন সম্পাদক আবদুল আজিজ সাদেক, গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন পেশায় একজন চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড রয়েছে সেটির অন্যতম সদস্যও তিনি।