অন্তর্বর্তীকালীন সরকারেকে সর্বাত্মক সহযোগিতা করতে চায় বিএনপি। দলটি মনে করে, এই সরকারের নীতিনির্ধারকরা দেশপ্রেমিক। তাদের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব। প্রধান উপদেষ্টা উত্থাপিত ৫ খাতে সংস্কার চায় বিএনপিও।
রোববার বিদেশি কূটনীতিকদের সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটি অনুকূল পরিবেশ তৈরি করে যতদ্রম্নত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপিও।
গত ১২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি। সেখানে নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সময় দেয় দলটি। কারণ বিএনপি মনে করে, একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কিছুটা সময় লাগবে। এমন অবস্থায় নির্বাচনের পরিবেশ তৈরিতে রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের কথা জানায় অন্তর্বর্তী সরকার। গত রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকায় বিদেশী বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও জাতিসক্সঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি, যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে।
অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগকে খুব ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শান্তিতে নোবেল জয়ী ড. ইউনুস যে খাতগুলোতে সংস্কারের কথা বলেছেন, তা অত্যন্ত ইতিবাচক। তিনি জনআকাক্সক্ষার যথার্থ প্রতিফল করেছেন।
দলটি মনে করে, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তোরণের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫-১৬ বছরে পুরো প্রশাসন দলীয়করণের পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রস্তুত করতে হবে। সেজন্য অন্তর্বর্তী সরকারের মতো তারাও পাঁচ সেক্টরে প্রয়োজনীয় সংস্কার চায়।