ভোলার দৌলতখানে বসত ঘরে দূর্ধষ চুরি সংঘটিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সংঘবদ্ধ চোর চক্র ঘরে প্রবেশ করে ঘরে সংরক্ষিত স্বর্ণালংকার, কাপড় চোপড় ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরি হওয়া স্বর্ণালংকার ও মালামালের মূল্য বাজার দর অনুযায়ী প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে। দুর্র্ধষ চুরির এঘটনাটি ঘটেছে উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের স্ত্রী পারভিন আপার বাসায়। ওই ওয়ার্ডের চৌকিদার আবুল কাশেম জানান এ ঘটনার আগেও আরও দুইবার একই ঘরে চুরি সংগঠিত হয়েছিল। সে সময়ে স্থানীয় সালিশ মিমাংসার মাধ্যমে চুরি করে নিয়ে যাওয়া কিছু স্বর্ণালংকার মালেশিয়া প্রবাসী মনিরের স্ত্রী সালেহার ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সালেহা সম্পর্কে পারভিনের স্বামীর ভাইয়ের স্ত্রী। এবারের চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালংকার ও মালামালের সন্দেহের তীর সেই সালেহার দিকেই। বসত ঘরের মালিক পারভিন আপা জানান, এক আগস্ট পাশের বাড়িতে থাকা শাশুড়ির কাছে ঘরের চাবি রেখে তিনি ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিল। ৬ আগস্ট পাশের বাড়ির তার স্বামীর ভাইয়ের স্ত্রী তাসনুর বেগম তাকে মোবাইল ফোনে জানান ঘরের সামনের দরজা তালা বদ্ধ থাকলেও পেছেেনর দরজা খোলা। চুরির এমন সংবাদে তিনি তাৎক্ষণিক দৌলতখান থানাকে জানালে পুলিশ তাকে জানায় থানার সামনের গেইট তালাবদ্ধ। এই মুহূর্তে পুলিশ বাহিরে যাওয়ার পরিবেশ নেই। ১৭ তারিখে ঢাকা থেকে তিনি বাসায় ফিরে এসে দেখেন চোরচক্র বাসার বিভিন্ন রুমের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে চুরি করে স্বর্ণালংকার কাপড়চোপড় ও বিভিন্ন মালামালসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ নিয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন মালামাল তছনছ করে এলোমেলোভাবে ঘরের বিভিন্ন রুমে ফেলে রেখেছে। সরেজমিন স্থানীয় গণ মাধ্যম কর্মীরা রোববার পারভিন আপার বাসায় গিয়ে দেখেন বাসার বিভিন্ন রুমের মালামাল এলোমেলো ও তছনছ করে ফেলে রাখা হয়েছে। আলমারি ও ওয়ারড্রব গুলো ভেঙে থাকা অবস্থায় আছে। রোববার (১৯ আগস্ট) দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরি হয়ে যাওয়া মালামালের তথ্য সংগ্রহ করেছেন।