চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলীর অপসারণ দাবি করেছে স্থানীয় শিক্ষার্থীরা।তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সোমবার শিক্ষার্থীরা তার কার্যালয়ে অভিযান চালায়।এসময় ওই কর্মকর্তা অফিসে অনুপস্থিত ছিলেন।শিক্ষার্থীরা জানায়,স্থানীয়দের নানা অভিযোগের ভিত্তিতে তারা তার কার্যালয়ে অভিযান চালিয়ে কিছু অভিযোগের সত্যতা দেখতে পায়। এ সময় স্টোর রুমে তালা লাগিয়ে দেয় তারা।পরে মিছিল সহকারে ইউএনওর কার্যালয়ে যান তারা। সেখানে তারা ইউএনওকে বিষয়গুলো অবহিত করে এবং তার অপসারণ দাবি করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা সেখান থেকে চলে যায়।