নতুন জন্মনিবন্ধন করাতে কিংবা সংশোধনী আবেদন নিস্পত্তিতে কোন প্রকার হয়রানী হলে প্রশাসনকে জানানোর কথা বলেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
সোমবার (১৯ আগষ্ট) দেশ রুপান্তরকে তিনি এ কথা বলেন। তিনি বলেন নাগরিক তাঁর স্ব স্ব ইউনিয়ন থেকে নতুন জন্মনিবন্ধন কিংবা জন্মনিবন্ধন ডিজিটাল অথবা জন্মনিবন্ধন সংশোধনীর ক্ষেত্রে কোন প্রকার হয়রানীর শিকার হলে প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাগরিকের প্রাপ্য সেবা পেতে হয়রানী মেনে নেয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৩০টি করে জন্মনিবন্ধন সংশোধনের আবেদন জমা পড়ে কার্যালয়ে। অনেকেই জাল কাগজপত্র সংযুক্ত করে সেগুলো যাচাই বাছাই করে দ্রুততার সাথে বাতিল অথবা অনুমোদন করা হয়। এখন পর্যন্ত মাত্র ৫টি আবেদন পেন্ডিং আছে যা আজকের মধ্যেই নিস্পত্তি হবে।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় গত ২রা জুন বালিয়াকান্দিতে যোগদান করেন। তিনি ২০১৭ সালে ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে তিনি তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
কাবরী রায় দেশ রুপান্তরকে আরও বলেন, জনগনের সেবা নিশ্চিত করতে প্রশাসনে দায়িত্ব পালন করছি। সেবা পেতে কোন নাগরিক হয়রানী হলে সে ক্ষুব্ধ হবে সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে প্রশাসনও দায় এড়াতে পারে না। প্রশাসনের থেকে সেবা নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, তবে জন্মনিবন্ধনটি কেবল সব শ্রেণির নাগরিকের জন্যই বাধ্যতামূলক যা দ্রুততার সাথেই প্রশাসন অনুমোদন করে থাকে।