বাংলাদেশ নৌ বাহিনীর সদস্যরা ও কয়রা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ শ কেজি অবৈধ চিংড়ি মাছ জব্দ করেছে। সোমবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার দেউলিয়া বাজারের মৎস্য আড়তের সামনে থেকে এ সকল অবৈধ চিংড়ি মাছ জব্দ করা হয়। জানা গেছে নৌ বাহিনীর লেঃ কমান্ডার মোঃ ওমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত অবৈধ চিংড়ি মাছ আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।