ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামের মৃত ছমির বেপারীর ছেলে ইউসুফ বেপারী (৪৬) এর প্রতারনা বন্ধের দাবীতে রোববার মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন গ্রামবাসী। জমিজমা ক্রয় বিক্রয়ের নামে অর্থ লোপাট, বিভিন্ন অজুহাতে সালিশ বৈঠক বাণিজ্য সহ নিজ স্ত্রী কন্যা দিয়ে এলাকাবাসীর নামে মিথ্যে নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ এনে রফাদফা করা ইউসুফ বেপারীর অভ্যাসে পরিনত হয়েছে। তাই তার প্রতারনায় অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন গ্রামবাসী।
উক্ত গ্রামের আঃ মজিদ বেপারীর ছেলে ভুক্তভোগী আজম বেপারীর সভাপতিত্বে এ মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন পালন করা হয়। ওই গ্রামবাসী প্রধান সড়কের দু’ধারে হাতেহাত ধরে প্রায় এক ঘন্টাকাল অবস্থান করেন এবং ভুক্তভোগীরা একে একে প্রতারনার চিত্র তুলে ধরেন।
উক্ত গ্রামের আজম বেপারী জানান, “ তাস আর জুয়া খেলা ইউসুফ বেপারীর নেশা ও পেশা। কারো সাথে কথা কাটাকাটি হলে বা তুচ্ছ ঘটনার জে¦র ধরে সে নিজের মেয়ে ও স্ত্রীকে দিয়ে নারী নির্যাতন বা ধর্ষনের অভিযোগ সাজিয়ে রফাদফা হিসেবে অর্থ বাণিজ্য করে চলেছে। এ ছাড়া এলাকার বিভিন্ন লোকের কাছে সে জমি বিক্রি করার অজুহাত দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে টাকা ফেরত দেয় নাই। বরং সালিশ বৈঠক করে মানুষকে আও হয়রানী করছে”।
আরেক ভুক্তভোগী তৌছি বেগম (৬০) জানান, “ইউসুপ বেপারী কিছুদিন আগে তার ছেলে জাহিদ বেপারীর নামে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ এনে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে”। এ সময় আরেক গ্রামবাসী লোকমান মন্ডল (৭০) বলেন, “ ইউসুফ বেপারী তার স্ত্রীকে দিয়ে আমার ছোট ভাইয়ের নামে আদালতে একটি মিথ্যা ধর্ষন মামলা করে আমাদের অনেক হয়রানী ও অর্থদন্ডি লাগিয়েছে। পরে আমরা আদালতের মাধ্যমেই মামলা থেকে খালাস পাই। এভাবে ইউসুফ বেপারী এলাকার অনেকের ক্ষতি করেছে বলে ওই বৃদ্ধা প্রতারকের ন্যায্য বিচার দাবী করেন”। এ ছাড়া ইউসুফ বেপারীর কাছ থেকে অনেকে জমি কেনার পর আজও দখল পাননি বলে অভিযোগ করেন। তার এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলেই গ্রামবাসীকে ঝুলিয়ে দেওয়া হয় নারী নির্যাতন মামলার ফাঁদে। তাই ইউসুফ বেপারীর প্রতারনা থেকে রক্ষা পেতে মানববন্ধনে জোর দাবী তোলেন গ্রামবাসী। এ ব্যপারে ইউসুফ বেপারী মুঠোফোনে জানায়, “ গ্রামের মানুষ মানববন্ধন করেছে। এখন আপনাদের যা লেখার আছে লিখে দেন”।
আর ওই ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীকে জিজ্ঞেস করলে তিনি জানান, “ ইউসুফ বেপারী বিভিন্ন সময়ে বিভিন্ন সালিশ নিয়ে আসতো। সে এলাকায় মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানী করছে বলে শুনেছি”।
।