দেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পূর্ণাজ্ঞ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আপাতত রাজশাহীর চলমান কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদ। সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বারান্দায় এক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ সংস্কারের অংশ হিসেবে সারা দেশের ন্যয় রাজশাহীর নিরাপত্তায় রাতে পাহারা দেয়া, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, লুট হওয়া মালামাল উদ্ধার, বাজার মনিটরিংয়ের মতো কাজ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ঘোষণাসহ সবকিছুই স্বাভাবিক হতে শুরু করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের চলমান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি দেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্যও রাজশাহীবাসীর প্রতি আহবান জানান সমন্বয়করা।
সমন্বয়করা জানান, কেন্দ্র ঘোষিত সমন্বয়ক পরিষদ ছাড়া তাদের কোনো ধরনের সমন্বয়ক নেই। তাই কোনো ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে আর্থিক লেনদেন কিংবা সুবিধা নেবার চেষ্টা, ক্ষমতার অপব্যবহার করলে তা প্রতিহত করা হবে। দেশ গঠনে সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। তারা জানান, যত দ্রুত সম্ভব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করে ক্যাম্পাসের সব কর্মকা- যেন সচল হয় তা চেষ্টা করা হবে।