পুঠিয়ায় পৌরসভার ৮২০ মিটার রাস্তা সংস্কার নির্মাণ নিম্নমানে সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে,পুঠিয়া পৌরসভার করনোকালীন উন্নয়নের বরাদ্দ হিসাবে ৫ নং ওয়ার্ড়ের সৈয়দ মিয়ার বাড়ি হতে কেন্দ্রীয় ঈদগাহ পর্যন্ত ৮২০ মিটার রাস্তার সংস্কারের কাজ চলছে।
এতে ব্যয় ধরা হয়ে ৩৬ লাখ টাকা। মাহাবুব হাসান মওলা বলেন,রাস্তার কাজগুলো নির্মাণের সামগ্রী দিয়ে করা হচ্ছে। তারপর আমার বাড়ির সামনে অবৈধভাবে জোরপূর্বক অন্যায় করে রাস্তাটি বাঁকা করে নির্মাণ করছে। আমি রাস্তার সঠিক মাপ অনুযায়ী কাজ করার সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। রাস্তার পথচারী আবুল হোসেন বলেন, এই কাজের ঠিকাদার অতি নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছে। তারা কাজের সিডিউল অনুযায়ী কাজ করছে না।
অপরজন বলেন, সিয়াম হোসেন বলেন, নিম্নমানে ইটের খোয়া দিয়ে রুলার করলে ইটের খোয়া দেখা যাবে না। এটার মাটির রাস্তা হয়ে যাবে। তারপর রাস্তার মাপ সব স্থানে ঠিক সেই। এই সড়কে কার্পেটিং করার পর তা উঠে যাবে। ইটের খোয়া ভাঙা শ্রমিকরা বলছেন, ইটগুলো এক নম্বারে চেয়ে খারাপ ইট এবং আমরা কোনো স্বয়ংসর্র্ম্পূণ গোটা ইট এখনো পর্যন্ত ভাঙতে পারিনি। সড়কের সব ইটগুলো আমরা (আদলা) ভাঙা ইট ভেঙেছি। এ বিষয়ে এসপি কনষ্ট্রাকশনের মালিক আবু হানিফ সাকি বলেন,যে ইট খোয়া হিসাবে ব্যবহার করার হচ্ছে তা আদলা এবং সেগুলি এক নম্বর ইটের খোয়া।
এ ব্যাপারে পৌরসভার উপ সহকারি প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, রাস্তাটি কাজ ভালো হচ্ছে। এখানে খারাপ কাজ করার কোনো সুযোগ নেই। কাজ করার পর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কাজটি সঠিক হয়েছে কিনা দেখবেন।