বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট্ এক উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। এ উপজেলা সমন্বয় কমিটিতে আহ্বায়ক সরদার জাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিদা আক্তার,যুগ্ম আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, এ ছাড়া সদস্য হিসেবে শেখ তৌহিদুল ইসলাম, খান শহিদুজ্জামান মিল্টন, শেখ জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট মাসুম শিকদার নির্বাচিত হয়।
একই দিন উপজেলার ৭ টি ইউনিয়নে সমন্বয় কমিটির তালিকা অনুমোদন হয়। অনুমোদিত তালিকায় গজালিয়া ইউনিয়নে জাঁদরেল কাজী,ধোপাখালী ইউনিয়নে আফজাল হাওলাদার, মঘিয়া ইউনিয়নে মাহাবুব রহমান লাল ও শেখ ওবায়দুল হক, কচুয়া সদর ইউনিয়নে শেখ নজরুল ইসলাম ও শিকদার মনিরুজ্জামান,গোপালপুর ইউনিয়নে মো: আনোয়ার হোসেন ও মো: হুমায়ুন কবির, বাধাল ইউনিয়নে মো: গফফার মোল্লা ও মো: মহিদ নকিব এবং রাড়িপাড়া ইউনিয়নে মোল্লা সাইদুর রহমান ও মো: রেজাউল করিম কে সমন্বয় করা হয়। পরবর্তী ২১ আগস্ট উপজেলা সমন্বয় কমিটির পরামর্শ ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত হবে।
গঠিত সমন্বয় কমিটি কচুয়া উপজেলা শাখার প্রতিনিধিত্ব এবং সকল প্রকার সাংগঠনিক কর্মকা- পরিচালনার দায়িত্ব পালন করবে।
দলটির পক্ষ থেকে ১৮ আগস্ট বর্ধিত সভার মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।