কমান্ড্যান্টসহ তার পার্সোনাল ব্যক্তিদের পদত্যাগ, চাকুরিচ্যুতদের পুর্ণবহাল, চাকুরির নিশ্চয়তা, ডিউটি ওয়াচ নামের জুলুম বন্ধ, অফিস সূচির পরে ওভারটাইমের মজুরি, কর্মরত স্টাফ আনিস, আলাউদ্দিন, আমরাফ, আশফাকদের অনিয়মের বিচারসহ একাডেমি থেকে বিতাড়িত, আউট সোর্সিং চুক্তিতে চাকুরিরতদের চাকুরিচ্যুত না করা,একাডেমিতে কর্মরতদের যোগ্যতার ভিত্তিতে চাকুরি সরকারিকরণসহ ৮ দফা দাবীতে পীরগঞ্জস্থ মেরিন একাডেমি রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার সকালে একাডেমির প্রধান ফটকের সামনে মানববন্ধনের পর সেখানেই সমাবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সমেবেত কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় দাবী উপস্থাপন করে বক্তব্য রাখে উপণ্ডসহকারী প্রকৌশলী (সিভিল) রেজওয়ানুল মন্ডল রওন, ইলেকট্রিশিয়ান মর্তুজা সরকার, স্টুয়াড হাবিব, হিসাব সহকারী রায়হান, বোর্ড এটেন্টট রাকিব প্রমুখ। উল্লেখ্য, মেরিন একাডেমি রংপুরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ নৌ বাহিনী থেকে নৌ মন্ত্রণালয়ের অধীনে সরকারি রিক্রুট হলেও অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগ ও আউট সোর্সিং এর মাধ্যমে কর্মরত।