ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুরাদ এবং সকল ইউপি সদস্যদের অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।
সোমবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান এবং সকল ইউপি সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এতে বিক্ষোভ অংশ নেয় ফরাজগঞ্জ ইউনিয়নের শতাধিক এলাকাবাসী।
এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুরাদ এবং সকল ইউপি সদস্যরা নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে।
সে ইউনিয়নে দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করেছেন। অত্যাচার ও চাঁদাবাজি করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যান আমরা আর দেখতে চাই না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।'
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির আহবায়ক, মোঃ গিয়াসউদ্দিন, যুগ্ম আহবায়ক, মোঃ জাকির হোসেন জান্টু, যুবদলের, সভাপতি, মোঃ ওমর ফারুক বেপারি, সাধারণ সম্পাদক, মোঃ রাসেল সিপাহ, সাংগঠনিকন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শাহিন, শ্রমিক দলের মোতাহার সর্দার, সাবেক ছাত্র দলের সভাপতি, মিজান হোসেন সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগন উপস্থিত ছিলেন।