পিরোজপুর থেকে সকল প্রকার বৈষম্য,দুর্নীতি ও নানান অনিয়ম বন্ধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) দুপুরে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গনমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন, হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশে আজ গনমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে, গনমাধ্যমকর্মীদের অনুরোধ থাকবে সত্য তথ্য এখন তুলে ধরুন আপনাদের পাশে ছাত্র জনতা আছে।
তারা আরো বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে অসংখ্য সরকারি স্থাপনা পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকমত কাছ করছে না, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে আমরা সেই সকল সরকারি প্রতিষ্ঠানকে ধরতে চাই। কর্মকর্তাদের বাড়ির জমি বিক্রি করে হলেও সরকারি কাজ আদায় করে নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুসাব্বির মাহমুদ সানী, শাহরিয়ার আমিন সাগর, আসমা আক্তার মিতু, রেদওয়ানুল ইসলাম, মুঈন উদ্দীন সহ আরো অনেকে।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি জুবায়ের আল মামুন, এশিয়ান স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, কোষাধ্যক্ষ ও বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল্লাহ যুবাইর, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, ৭১ টিভি ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি দেবাশীষ মন্ডল আশীষ সহ অন্যান্য গনমাধ্যমকর্মীরা।