বৈষম্য বিরুধী ও স্বৈরাচার পতনে ছাত্র- জনতা ও ইসলামপন্থীদের আন্দোলনে আহত ও নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সার্বিক খোঁজখবর ও শহীদদের কবর জিয়ারত এবং আর্থিক সহায়তা করলেন ময়মনসিংহের গফরগাঁও সমমনা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
গত রোববার দিনব্যাপী গফরগাঁও সমমনা উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ নিহত মোঃ কবির মিয়া (২৩) কান্দিপাড়ায় সলপুনিয়া গ্রামের বাড়িতে কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন আসাদী, সম্পাদক মাওলানা হুমায়ুন কবির, খুদ্দামুল মুসলিমিন পরিষদ গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মাহাদী হাসান, গফরগাঁও উলামা সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, যুব মজলিসের মাওলানা শহিদুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ গফরগাঁও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে নিহত মোঃ কবির মিয়া উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়ায় সলপুনিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে। সে পার্শ্ববর্তী গাজীপুর জেলায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় রাজমিস্ত্রী কাজ করত। ছাত্র -জনতার আন্দোলনের মিছিল করতে গিয়ে আহত হন। পরে লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর সে মারা যায়।