দিনাজপুরের নবাবগঞ্জে পলাশবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হকের সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন এলাকাবাসী।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সীমাহীন স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত টাকা আদায়, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণœ করে আসছেন।
এমনকি বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকলে ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষক ওবায়দুল হকের অপসারণ সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।