আওয়ামী সরকারের আমলে নির্বাচিত গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম রবীন হোসেনসহ ১২ জন কাউন্সিলরের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পৌরবাসী।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় পৌরবাসী। এ সময় পৌর ভবনের সামনে অবস্থান নিয়ে কালীগঞ্জ পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাওছার মাহমুদ লাল মিয়ার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর ছাত্র দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মো. হিমেল খান, কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক ও পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন। এ সময় তারা মেয়র-কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানসহ বক্তব্যে তাদের অপসারণ দাবি করেন। তারা বলেন, জনগণের ভোট কেটে অবৈধ বল প্রয়োগ করে জালিয়াতির মাধ্যমে তারা নির্বাচিত হন। এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে পৌরসভার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পৌর নির্বাচন। এতে মেয়রসহ ১২ কাউন্সিলরই আওয়ামী লীগের সমর্থিত।