নড়াইলে স্বেচ্ছাসেবকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির উপদেষ্টা মনু জমাদ্দার, সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী, আসাদুজ্জামান, অশোক কুন্ডু, যুগ্মসম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম, বিএনপি নেতা আজাদুর রহমান মিঠু, জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক সালেহা বেগম, মহিলাদলের নেত্রী মধুমিতা সুলতানা, জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবির চন্দন, যুবদলের জেলা সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, যুবদল নেতা আহাদুজ্জামান বাটু, শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতা।
বক্তারা বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে। বিজয়ের এই আনন্দ ধরে রাখতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এ ছাড়া দলে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই হবে না। যেসব নেতাকর্মী দলের দুঃসময়ে জেল-জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার শিকার হয়েছেন; তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে।