বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর মধ্যপাড়ায় বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় কাহালপুর মধ্যপাড়া ময়নার মোড়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরব্বি মোঃ খোকন মিয়া।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য রুনা কাজী, ফকিরহাট যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মোঃ মফিজুর রহমান, মোল্লাহাট মৎস্যজীবী দলের সভাপতি চৌধুরী ওবায়দুল ইসলাম, শিবিরের সাবেক সভাপতি মিয়া পারভেজ আলম, মোঃ তুষার মিয়া প্রমুখ।