চাঁপাইনবাবগঞ্জে ওয়াকফ এস্টেটের ১৫৬ একর আয়তনের কুমিরাদহ বিল জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লির পক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। শিবগঞ্জের মনাকষা এলাকায় ওয়াকফ এস্টেটের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এস্টেটের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন শিবগঞ্জ উপজেলার পরচৌকা গ্রামের আলফাজ উদ্দীন। ওই সময় তিনি মোতাওয়াল্লির স্বাক্ষর নেয়া স্ট্যাম্প ও চেকের মাধ্যমে জালিয়াতি করে কুমিরাদহ বিলের ভুয়া লীজনামা তৈরী করেন। এ নিয়ে ওয়াকফ এস্টেটের বিরুদ্ধে তিনটি মামলা করেন আলফাজ উদ্দীন। তিনটি মামলাতেই এস্টেটের পক্ষে রায় দেন আদালত। কিন্তু রায় অমান্য করে এখনো বিল দল করে মাছ ধরা ও এস্টেটের কর্মীদের উপর হামলা চালাচ্ছে আলফাজ ও তার সহযোগিরা।
সংবাদ সম্মেলনে এস্টেটের কর্মীদের নিরাপত্তা ও সম্পদ রক্ষার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এস্টেটের ব্যবস্থাপক সাইদুল ইসলাম রানা। এ সময় উপস্থিত ছিলেন, নজিবুল ইসলাম, মোহাম্মদ নাজিমসহ অন্যরা।
এ ব্যাপারে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও আলফাজ উদ্দীনকে পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আদালত থেকে চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ এস্টেটের পক্ষে রায় পাওয়ার কথা জেনেছেন। তবে আদালত থেকে পুলিশকে কোন ধরনের নির্দেশনা দেয়া হয়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আদালতের নির্দেশ ছাড়া প্রতিপক্ষের (আলফাজ উদ্দীন) লোকজনকেও বিলে যেতে নির্দেশ দেয়া হয়েছে।