পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি অফিসে হামলা ভাংচুর, ও নেতাকর্মীদের মারধর, লুটপাটের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ ৫১ নেতাকর্মীর নামে থানায় মামলা দায়ের।
১৮ আগস্ট রাতে কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী ছাড়াও সাবেক কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, চকামইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সাবেক জেলা পরিষদ সদস্য মো. আসলাম, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান, শ্রমিক লীগের সভাপতি স্বপন হাওলাদার, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কালাম সরদার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবীর, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক অমি গাজীসহ ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, গত বছরের ৩০ আগস্ট উপজেলা বিএনপির নতুন বাজার এলাকার দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। সশস্ত্র সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে ঢুকে বিএনপির নেতৃবৃন্দকে এলোপাতাড়িভাবে ভাংচুর ও মারধর করে। বিএনপি নেতৃবৃন্দ বাঁচার জন্য ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় আসামিরা দলীয় কার্যালয়ের সামনে ও ভিতরে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়। এতে দলের কার্যালয়ের ভিতর থাকা নেতৃবৃন্দ ও আশেপাশের লোকজন আতঙ্কিত হইয়া জীবন রক্ষার জন্য দৌড়ে প্রাণ রক্ষা করে।
এজাহারে বলা হয়, মামলার বাদি কলাপাড়া থানায় খবর দিলে থানা কর্তৃপক্ষ ওই সময় ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায় কোন আইনি পদক্ষেপ ছাড়াই।
এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, মামলার দায়েরের পরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলে জানান।
গত ৫ আগষ্টের পর মামলার এজারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যাওয়ায় তাদের সাথে কথা বলা যায়নি।