নাটোরের সিংড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের ব্যানারে সিংড়া বাসষ্ট্যান্ড পৌর বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মুক্ত মঞ্চে আলোচনা সভা হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সাবেক ডাহিয়া ইউপি চেয়ারম্যান শারফুল ইসলাম, সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক ভিপি শামীম হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, নাটোর জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি হিরাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, সাবেক জিএস আতাউল গনি পলাশ, সাবেক ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বুলেট, ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নূর মোহাম্মদ আলী প্রমূখ।