বেনাপোল থেকে ছেড়ে যাওয়া 'মোংলা কমিউটার' ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট ) সকাল ১০ টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ আজ সকালে কাগজপুকুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি ওই এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রেন লাইনের উপর কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। এ সময় ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় আজিজ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজিজ কানে কম শুনতেন বলে জানা গেছে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, কাগজপুর নামক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আজিজ কালা নামে এক ব্যক্তির মৃত্যু খবর পেয়ে দুর্ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।