কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান হয়। পরে একটি র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, সহ সভাপতি শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান দুদু, পৌর আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন হক রবি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আহমেদ লেবু প্রমুখ।