জেলার হিজলা উপজেলা সদর বাসষ্ট্যান্ডের নাম পরিবর্তন করে শহীদ রিয়াজ বাসষ্ট্যান্ড করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ১৮ আগস্ট দুপুরে উপজেলা বাসষ্ট্যান্ডে একটি ব্যানার টানায়। সেখানে নিহত শহীদ রিয়াজের নামে বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হয়ে দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৭ আগস্ট দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ছাত্রদল নেতা রিয়াজ হোসেন। হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মাহমুদুল হক রাঢ়ীর ছেলে রিয়াজ হোসেন (২৩)। সে মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষবর্ষের ছাত্র ও উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন।