অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে অধিষ্টিত হলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃতী সন্তান মো. শফিকুল ইসলাম। দুর্গাপুর উপজেলার কৃতিসন্তানের এই সাফল্যে ডিআইজিকে অভিনন্দন জানিয়েন এলাকাবাসী, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি জনসাধারন। পুলিশ বাহিনীতে ঊর্ধ্বতন ৭৩ কর্মকর্তা ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত ১৯ আগস্ট রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) (২০২৪ সালের ২০তম) সভায় পুলিশ ক্যাডারের ৭৩জন কর্মকর্তাদের ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ করা হয়। ডিআইজি মো. শফিকুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের জৈষ্ঠ্য পুত্র। তিনি ১৮ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে পুলিশ বাহিনীতে যোগদেন। ডিআইজি মো. শফিকুল ইসলাম বর্তমানে বরিশাল বিভাগে সিআইডিতে কর্মরত রয়েছেন।