অবৈধ সরকারের অধীনে ভোটাবিহীন নির্বাচনে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরের রামগতিতে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি। রোববার উপজেলা পরিষদের চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। একই সাথে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার কার্য়ালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। বিএনপির এই কর্মসূচি দেখে রোববার অফিস খোলা থাকলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম পরিষদ কার্যালয়ে আসেননি। অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্যসচিব মো. সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তোজা আলআমিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তানভীর আহমদ জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা অবৈধ সরকারের অধীনে ভোটাবিহীন নির্বাচনে নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের স্বেচ্ছায় পদত্যাগের আহবান জানান। স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হবে বলে বক্তব্যে বলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণবিক্ষোভের মূখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর থেকে উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র ও কাউন্সিলররা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা।