বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতি ইসলামির বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা। রোববার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসা প্রঙ্গনে এর আয়োজন করা হয়। পৌর আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জামায়াতি ইসলামির উপজেলা আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,বোয়াদাঁড় ইউনিয়ন আমির শহিনুর ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুনি শেখ হাসিনা এক হাজারের অধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যা করে দেশ থেকে পালিয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।