ভারতের কলকাতা শহরের আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মৌমিতা দেবনাথ নামে এক চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনা ও বাংলাদেশে সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণের বিচারের দাবীতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে "সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে" ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম বলেন, বর্তমান সময়ে মৌমিতা আপু ও এর আগে তনু আপুর ধর্ষন ও হত্যার ঘটনা ঘটছে। গত ৬ মাসে আমাদের দেশে প্রায় ২ শত ৫০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এরকম জগন্যতম ঘটনা বাংলাদেশ কিংবা ভারতের কোথাও যেন না ঘটে। সেই সাথে যত নারী ধর্ষন ও হত্যার শিকার হয়েছে। তার সাথে জড়িতদের দ্রুত বিচার করা হোক। অপর শিক্ষার্থী রেহানা আক্তার বলেন, ডাঃ মৌমিতা হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়। পৃথিবীর সব স্থানে যেন নারীরা নিরাপদে থাকে। আরেক শিক্ষার্থী তাসনীম ছোঁয়া বলেন, আমরা চাচ্ছি গফরগাঁও উপজেলাসহ সারা বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে যেন একটা প্রতিরোধ ঘরে উঠুক। আমরা চাই বাংলাদেশের যে কোন প্রান্তেই ধর্ষনের ঘটনা যেন না ঘটে। আমরা নারীরা নিরাপত্তাহীনায় ভোগী। এজন্য আমাদেরই এগিয়ে আসতে হবে প্রতিবাদ করতে হবে। মানববন্ধনে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও সরকারি কলেজ ও গফরগাঁও মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।